রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
আড়াইহাজার

আড়াইহাজারের অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে।
সে উপজেলার সাদাসর্দি ইউনিয়নের বাসিন্দা শিমুল সূত্রধর।
আড়াইহাজারের খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান সোমবার (১৮ সেপ্টেম্বর) লাইভ নারায়ণগঞ্জকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পরিবারের সদস্যরা লাশটি শিমুল সূত্রধরের বলে শনাক্ত করেছে।

এর আগে ১৭ সেপ্টেম্বর আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ি। পরে পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পরিবারের বরাত দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, কাজের খুঁজে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে ছিল শিমুল সূত্রধর। পরে কি ভাবে তার বাড়ি থেকে ৫ কিলোমিটার দুরে কি ভাবে লাশটি এলো তা তদন্ত করা হচ্ছে।

RSS
Follow by Email