আড়াইহাজরে বিষ্ফোরণ: দগ্ধ স্ত্রী রিংকু মারা গেছে
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হওয়ার ঘটনায় স্ত্রী অপু বিশ্বাস রিঙ্কু (২৮) মারা গেছেন। রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রিঙ্কু, তার স্বামী ও শিশু সন্তান দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, আড়াইহাজার থেকে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছেন। এদের মধ্যে রিঙ্কু সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন আবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। রিঙ্কুর ছেলে কাব্য ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিঙ্কুর স্বামী অরিজিতের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক। অরিজিৎও শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি।