শুক্রবার, আগস্ট ৮, ২০২৫
Led02আদালত

আটক শ্রমিক নেতা আসলাম ও তরুণ দলের তোফাকে ৩০ দিনের আটকাদেশ

লাইভ নারায়ণগঞ্জ: চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম এবং জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে ৩০ দিনের আটকাদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট। এর আগে, বুধবার রাতে নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়েছিল।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ৩০ দিনের আটকাদেশ প্রদান করেছেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, টি এইচ তোফার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। আটককৃত এস এম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়কের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে টি এইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুল আলম জানিয়েছেন, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

RSS
Follow by Email