রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05রূপগঞ্জ

আজ শেষ হচ্ছে কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ (২৪ জুন)। নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটগ্রহনের ৩২ঘন্টা আগে সকল প্রকার প্রচার-প্রচারণা বন্ধ করতে হয়।

এদিকে, নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ ২৬জুন সকার ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাঞ্চন পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই, ২৪ জুন রাত ১২টার পর থেকে ২৮জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন প্রকার জনসভা, মিছিল কিনবা শোভাযাত্রা করা যাবে না।’

জানা গেছে, কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। তারা হলেন- রফিক (জগ মার্কা) ও দেওয়ান আবুল বাশার বাদশা (মোবাইল ফোন মার্কায়)। এছাড়া সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন ৩৩জন।

RSS
Follow by Email