সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Led02অর্থনীতিজেলাজুড়ে

আজ ব্যাংক থেকে এক লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না

লাইভ নারায়ণগঞ্জ: নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে নগদ এক লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে।

বার্তায় বলা হয়, এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

নগরীর বিভিন্ন ব্যাংক কর্মকর্তারা জানান, আমাদের আদেশ দেওয়া হয়েছে শুধু উত্তলোনের ক্ষেত্রে ১ রাখ টাকা সীমাবদ্ধ, কিন্তু জমার বিষয় এমন কোন বাধ্যবাদকতা নেই। এই নির্দেমনা শুধু আজকের জন্যই। আগামীকালে থেকে সব স্বাভাবিক থাকবে। এ সব নির্দেশ শুধু আজকের জন্য প্রযোজ্য হবে।

RSS
Follow by Email