বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
ক্রীড়া

আজ কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকী

লাইভ নারায়ণগঞ্জ: আজ নারায়ণগঞ্জের কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার ১৯তম মৃত্যুবার্ষিকী। গভীর শ্রদ্ধার সাথে এই কিংবদন্তি ফুটবলারকে স্মরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খোরশেদ আলম নাসিরের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানায়, প্রয়াত ফুটবলার মোনেম মুন্নার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহীদ হোসেন স্বপনসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ। ফুটবলার মোনেম মুন্নার জীবনের গৌরব ক্রীড়া জগতে উজ্জীবিত আলো হয়ে আছে। বিবৃতিতে সংগঠনের কর্মকর্তাবৃন্দ তার আত্মার মাগফেরাত কামনা করেছেন। তার মৃত্যুবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানে কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারি) জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক খোরশেদ আলম নাসিরের স্বাক্ষরিত এক বিবৃতিতে প্রয়াত মোনেম মুন্নার খেলোয়াড়ের জীবনের গৌরব গাঁথা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে এবং তার আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

RSS
Follow by Email