আজাদের উচ্চ আদালতের জামিননামা ম্যাজিস্ট্রেট কোর্টে জমা
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ নাশকতার বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে নেয়া আগাম জামিনের জামিননামা নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে জমা দিয়েছেন। বুধবার (৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্টে নিজে উপস্থিত হয়ে আইনজীবিদের মাধ্যমে জামিননামা জমা দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, উচ্চ আদালতের জামিননামা আজকে দুপুরে ম্যাজিস্ট্রেট আদালতে জমা দিয়েছি। কাল এ আদালত থেকে জামিন আবেদন করবো।