আছিয়াসহ নারী-শিশু ধর্ষণ হত্যা বন্ধ্যের দাবিতে মহিলা ফোরামের মশাল মিছিল
লাইভ নারায়ণগঞ্জ: আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার , সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যা বন্ধ্যের দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মশাল মিছিল করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় নগরীর বিবি রোডে ওই মশাল মিছিল হয়েছে। মিছিল শেষে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মিমি পূঁজা দাস, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুলতানা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক মুন্নি সরদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, শিক্ষার্থী রুহাইয়ান নূর ফিহা। উপস্থিত ছিলেন মহিলা ফোরামের সাংগঠনিক সম্পাদক কামরুন্নার, জেলার সদস্য রিমা আক্তার
নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে ব্যাপক নারীদের অংশগ্রহণ ছিল। আন্দোলন যখন অনেকটাই স্তিমিত সেই সময়ে নারীরা সমস্ত অচলায়তন ভেঙে রাজপথে বের হয়ে আসে। কিন্তু অভ্যুত্থানের পর সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হচ্ছে। এই দায় অন্তর্বতীকালীন সরকারকেই নিতে হবে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে জীবন দিতে হয় আছিয়ার মতো অসংখ্য শিশুকে। ঝড়ে যায় তাজা প্রাণ। এই দায় কার?
নেতৃবৃন্দ বলেন, ঘরে বাইরে সর্বত্র নারী ও শিশু ধর্ষণ-নির্যাতন বন্ধ ও ধর্ষণ ও নির্যাতনকারীদের সবোর্চ্চ ও বিচার নিশ্চিত করা সময়ের দাবী এবং সমাজে নারী-পুরুষের সমানাধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান।