আগের মাফিয়া বিদায় হয়ে নতুন গড ফাদার হওয়ার পাঁয়তারা করছে: রফিউর রাব্বি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পরিবহন মাফিয়াদের বিরুদ্ধে জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহন করার অনুরোধ জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি। যাত্র অধিকার ফোরাম ও নারায়ণগঞ্জের জনগণ প্রশাসনের পাশে থাকার আহ্বান জানান তিনি। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা প্রশাসকের সাথে যাত্রী অধিকার ফোরামের নেতৃবৃন্দ ও বাস মালিক সমিতির নেতাদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রফিউর রাব্বি।
তিনি বলেন, আমাদের এই আন্দোলন জনগণের একটি বিজয়। কারণ বাস ভাড়া বৃদ্ধি হওয়ার পর কমিয়েছে বাংলাদেশে এমন নজির কম। আমরা ২০১১ সাথে কমিয়েছি, এখেনো কমিয়েছি যোক্তিক কারণে। চাঁদাবাজ মাফিয়ারা এখান থেকে বিতারিত হয়েছে এবং তাদের নির্ধারিত ভাড়া এখন আর চলতে পারে না। কিন্তু আমরা একটা মেসেজ দিতে চাই আজকে। আগের মাফিয়া বিদায় হওয়ার পর নতুন করে গড ফাদার হওয়ার পায়তারা করছে। গত ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের সময় নারায়ণগঞ্জের মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে ছিলো। যার থেকে পরিত্রানের জন্য নারায়ণগঞ্জের মানুষ আমরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি। কেউ যদি মনে করে সেই গডফাদারদের বিতারিত করার পর তাদের জায়গা আবার কেউ দখল করবে। এটা কখনো সমম্ভব নয়, আমরা লক্ষ্য করছি ফুটপাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে কোন কোন নেতা পয়সা খাচ্ছে আমাদের কাছে রির্পোট আছে। ২নং গেট ও টার্মিনালে দোকান থেকে ৫০ টাকা, ভ্যান থেকে ১০০টাকা তুলছে অমুক মুক্তি পরিষদ ব্যানারে চাঁদা তুলছে। জেলা প্রশাসককে বলেবো আপনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। যাতে নারায়ণগঞ্জের মানুষ আর কোন দুর্বিষহ অবস্থায় না পরে। আমরা আপনার সাথে আছি। এই প্রেক্ষিতে আমরা আগামী কালের হরতাল আমরা প্রত্যাহার করলাম। নির্ধারিত ভাড়া সোমবার থেকে কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল,নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, নারায়ণগঞ্জবাসীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুসহ নেতৃবৃন্দ।