শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
Led05রাজনীতি

আগামী শতাব্দী হবে ইসলামী সমাজ ব্যবস্থার শতাব্দী: মাওলানা জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: আল্লাহর আইন ছাড়া এই সমাজ পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমেই একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করা সম্ভব। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার শহীদ তিতুমীর স্কুলে আয়োজিত এক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আবদুল জব্বার তার বক্তব্যে বলেন, আগামী শতাব্দী হবে ইসলামী সমাজ ব্যবস্থার শতাব্দী। তিনি নিজেকে মানুষের নেতা হিসেবে নয়, বরং মানুষের খাদেম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা নিজেদের আখের গোছানোর জন্য নেতৃত্ব দেবো না, মানুষের খেদমত করার জন্য নেতৃত্ব দেবো।” তিনি আরও বলেন, আল্লাহ এবং রাসূলের দেখানো পথে চলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যেখানে মানুষের অধিকার খর্ব করা হয়েছে, সেখানেই রাসূলের মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে।

যুব সমাবেশ শেষে একটি গণসংযোগ অনুষ্ঠিত হয়, যা শহীদ তিতুমীর স্কুল থেকে শুরু হয়ে হাজীগঞ্জ রেললাইনে এসে শেষ হয়। গণসংযোগে মাওলানা আবদুল জব্বার বলেন, “আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এজন্য আপনাদের সজাগ থেকে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে হবে।” তিনি বলেন, এর মাধ্যমেই আল্লাহ এবং রাসূলের পথে চলা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ উত্তর থানার আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং এইচ এম নাসির উদ্দিন, মহানগরী কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাকির হোসাইন।

এছাড়াও, এনসিসি ১১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, আইলপাড়া পাঠানটুলি ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সোহাগ, পানিরকল ইউনিটের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম এবং ১১ নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email