শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
Led03সদর

আগামী প্রজন্মের জন্য একটি ভয়ানক ভবিষ্যৎ অপেক্ষা করছে: ওসি নাছির আহমদ

লাইভ নারায়ণগঞ্জ: শিশুদের জন্য খেলার মাঠের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেছেন, আমরা ক্রমাগত মাঠ ও কৃষিজমি হারিয়ে ফেলছি, যা আমাদের অক্সিজেনের উৎস কমিয়ে দিচ্ছে। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য একটি ভয়ানক ভবিষ্যৎ অপেক্ষা করছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাষাঢ়া বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের উদ্যোগে শিশুকল্যাণ স্কুল মাঠে আয়োজিত শিশু কল্যাণ ডিগবল টুর্নামেন্টের ফাইনাল ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি আরও বলেন, সুস্থ প্রজন্ম গড়ে তুলতে মাঠ অত্যন্ত জরুরি। মাঠের অভাবে শিশু-কিশোররা ঘরবন্দী হয়ে মোবাইল ও মাদকে আসক্ত হচ্ছে, যা কিশোর গ্যাং সৃষ্টির কারণ। তিনি মাদক প্রতিরোধের জন্য এলাকাবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভাবানী শংকর রায়, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহমুদ, সহসভাপতি শামছুল হক বাচ্চু, বাগে জান্নাত মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি আব্দুর রহিম, বাগে জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারুক আহাম্মদ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনটি সঞ্চালনা করেন পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক সাংবাদিক শরীফ সুমন।

খেলাধুলার পাশাপাশি অনুষ্ঠানে বাগে জান্নাত মাদরাসা ও শিশুকল্যাণ স্কুলের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়। টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে ব্রাদার্স কিংসকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তল্লা ওয়ারিয়র্স। এতে মোট ছয়টি দল অংশ নিয়েছিল।

RSS
Follow by Email