আগামীতে গাজায় বোমা হামলা হলে বিশ্ব শান্তি নষ্ট হবে: এড সাখাওয়াত
লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘বিশ্ব বিবেক কোথায়? আজকে তারা নীরব কেন, এই ন্যায়ের পক্ষে ও ফিলিস্তিনির পক্ষে আজ জেগে উঠুক। আগামীতে যদি এ রকম বোমা হামলা হয় তাহলে বিশ্ব শান্তি নষ্ট হবে। বিশ্ব শান্তি নষ্ট হলে কোন দেশেই শান্তিতে থাকতে পারবে না। এই আগুন প্রতিটি দেশে ছড়িয়ে পড়বে। তাই বিশ্ব বিবেকের কাছে আমার অনুরোধ থাকবে, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীনতা দেন, ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধ করুন, তাদের মুক্তি দেন এবং ইসরাইলকে এবং ইসরাইলি পন্য কে বয়কট করুন। ’
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে মহানগর বিএনপি এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি।
এসময় সমাবেশে এড. সাখাওয়াত হোসেন খান আরও বলেন, ‘আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। সম্রাজ্যবাদী আমেরিকার ছত্রছায়ায় ওই ইসরাইলরা আমাদের ভাই-বোন ও ছোট শিশুদের মাটির সাথে লুটিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা বিশ্বাস করি পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্র এবং দল এই প্রতিবাদ জানাবে।