শনিবার, মার্চ ১, ২০২৫
Led05ধর্ম

আকাশে দেখা গেছে রমজানের চাঁদ, রবিবার থেকে রোজা শুরু

লাইভ নারায়ণগঞ্জ: দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর প্রেক্ষিতেই রবিবার (২ মার্চ) থেকে ১৪৪৬ হিজরি সনের রোজা শুরু হচ্ছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানের আকাশে রমজানের চাঁদ দেখা যায়।

এর আগে সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

উল্লেখ্য, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এতে মধ্যপ্রাচ্যের দেশটিতে আজই প্রথম রোজা পালিত হচ্ছে। একই দিনে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতেও রমজানের প্রথম রোজা পালিত হচ্ছে। তবে চাঁদ দেখা না যাওয়ায় রোববার (২ মার্চ) থেকে মালয়েশিয়ায় রোজা শুরু হবে। আর প্রতিবেশী দেশ ভারতেও বাংলাদেশের সঙ্গে রোববার থেকে রোজা শুরু হবে।

RSS
Follow by Email