সোমবার, মার্চ ২৪, ২০২৫
Led04সদর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির মহানগরের মুখপাত্র মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক মো. মাহফুজ খান, যুগ্ম-সদস্য সচিব মুফতি তোফাজ্জল হোসেন, জেলা কমিটির সংগঠক মাসুম বিল্লাহ ফারাবী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাহফুজ খান বলেন, এটি একটি সন্ত্রাসী সংগঠন, যাকে রাজনৈতিকভাবে সাধারণ মানুষ দেশ থেকে বিতাড়িত করেছে। যার দলীয় প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই সংগঠনকে ফিরিয়ে আনার একটি অপচেষ্টা চলছে। গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট কাঠামোতে নির্যাতন, গুম, খুন, অমানবিক নির্যাতন চালানো হয়েছে। এই সন্ত্রাসী সংগঠনকে ঘৃণাভরে আমাদের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করছি। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া সচেষ্ট হন, সাবধান হয়ে যান।

মাসুম বিল্লাহ ফারাবী বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করলে ছাত্র-জনতা কখনোই তা মেনে নিবে না। আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার কোনো পথ নেই। আপনারা যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, এর পরিণতি খারাপ হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক জাহিদুল ইসলাম বাঁধন, সংগঠক সিফাত দেওয়ান, মহানগরের মূখ্য সংগঠক নূরে আরাফাত আদর প্রমুখ।

RSS
Follow by Email