শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led01রাজনীতি

আওয়ামী লীগের ডাকা হরতালে না.গঞ্জে যান চলাচল ছিলো স্বাভাবিক

# রাস্তায় যাত্রী প্রচুর, কোনো সমস্যাও নেই: বাস চালক
# হরতালের কথা শুনিনি, চলাচলেও বাধার সৃষ্টি হয়নি: দূরপাল্লার ট্রাক চালক
# সার্বক্ষণিক আমাদের পুলিশ মাঠে ছিলো: এসপি

লাইভ নারায়ণগঞ্জ: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় সাড়ে ছয় মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে-বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে। তবে হরতালের পক্ষে কোথাও আওয়ামী লীগের কোনো তৎপরতা চোখে পড়েনি।

টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ডাকা হরতালের প্রভাব পড়েনি নারায়ণগঞ্জে। প্রতিদিনের ন্যায় জনজীবন থেকে শুরু করে যানচলাচল স্বাভাবিক ছিলো এই জেলায়। দলীয় কর্মসূচি হলেও পিকেটিং তো দূরের কথা, মাঠে খুঁজে পাওয়া যায়নি কোনো নেতাকর্মীকে। ফলে জেলার বিভিন্ন স্থানের বাজার, দোকানপাট ও শপিং সেন্টারগুলো ছিল খোলা। দলটির হরতালের সমর্থনে কোথাও কোন মিছিল বা পিকেটিংয়ের খবরও পাওয়া যায়নি। হরতালের ছিটেফোঁটা চিহ্নও দেখা যায়নি নারায়ণগঞ্জের রাস্তায়। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ভেরিফাইড পেইজ থেকে একটি মশাল মিছিলের ভিডিও আপলোড করে সেটা নারায়ণগঞ্জের বলে দাবি করে পোস্ট করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের হরতালের সমর্থনে বিশ্বরোডে এই মশাল মিছিল হয়েছে। তবে কোন বিশ্বরোড তা উল্লেখ করা হয়নি। ভিডিওতে দেখা যায় মাস্ক দিয়ে মুখ ঢেকে মশাল নিয়ে মিছিল করছে কিছু যুবক। এটি কোন সড়ক এটি নিশ্চিত হওয়া যায়নি। এটি মধ্যরাতের কোন এক সময়ে ভিডিও করা বলে মনে হয়েছে।

এদিকে, এর আগে সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর নারায়ণগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ অধিকাংশ নেতা গা ঢাকা দিয়েছে। কেউ কেউ গ্রেপ্তার হলেও প্রভাবশালী নেতারা আত্মগোপনে রয়েছেন।

নারায়ণগঞ্জে হরতালের দিনে সরেজমিন দেখা গেছে, অফিস-আদালত সকাল থেকে দুপুর পর্যন্ত কাজকর্ম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হয়েছে। সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিকভাবেই চলেছে। সকাল থেকে শহরের বাস টার্মিনাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ নিয়মিত বাস চলাচল করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেনি।

ঢাকা থেকে আসা বাসের এক চালক জানান, হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। ঢাকার বাইতুল মোকারম থেকে গাড়ী নিয়ে বের হলাম। রাস্তায় যাত্রীও প্রচুর। রাস্তায় কোনো সমস্যা নেই।

মহাসড়কে মাল বোঝাই এক দূরপাল্লার ট্রাকের চালক বলেন, হরতালের কথা শুনিনি। আর হরতালের কোনো প্রভাব রাস্তায় নেই। সবকিছুই স্বাভাবিকভাবে চলছে। রাস্তায় চলাচলে কোনো বাধার সৃষ্টি হয়নি।

নারায়ণগঞ্জে হরতালের বিষয়ে পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আওয়ামী লীগ যে হরতালের ডাক দিয়ে এটা মানুষ মনে হয় জানেই না। কারো মুখেও এর চর্চা নেই। তবে আমরা দেখলাম নারায়ণগঞ্জে কোন এক বিশ্বরোড থেকে মশাল মিছিল হয়েছে। এটার কোন সত্যতা আমরা খুঁজে পাইনি। আমাদের গোয়েন্দা সংস্থা ও ওয়াচটিমের কাছে এমন কোন তথ্য নেই।

তিনি আরও বলেন, তবুও আমরা আইনশৃঙ্খলার যাতে কোন অবনতী না ঘটে তার জন্য আমাদের পুলিশ সতর্ক অবস্থানে আছে। সার্বক্ষণিক আমাদের পুলিশ মাঠে ছিলো, আছে। কেউ কোন অঘটন ঘটনাতে পারবে না।

প্রসঙ্গত, আওয়ামী লীগ অনেক বছর পর হরতালের মতো কর্মসূচিতে ফিরল। দলটি টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিল। এর আগে প্রায় দুই বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও হরতালের কর্মসূচি দেয়নি। ২০০৭ সালের জানুয়ারির পর তারা এই প্রথমবার এ ধরনের কোনো কর্মসূচি দিলো।

RSS
Follow by Email