বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
সিদ্ধিরগঞ্জ

আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের কুলখানীতে শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা হাজী আনিছুর রহমানের কুলখানীতে অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মরহুমের কুলখানি উপলক্ষে সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও এনসিসি ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, এনসিসি ১নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, এনসিসি ১০নং ওয়ার্ড কাউন্সিলন ইফতেখার আলম খোকন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

এর আগে, গত ৩০ আগস্ট দুপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিআরবি হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

RSS
Follow by Email