বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
Led03স্বাস্থ্য

আইসিইউ আছে, ৫ হাজার প্লাটিলেটের রোগী সুস্থ করে বাড়ি পাঠিয়েছি: সিভিল সার্জন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান বলেছেন, ডেঙ্গু রোগীদের আমরা একটা প্রটোকল মেন্টেইন করি। আমার ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম পরিদর্শনে আসেন। এ সময় এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

ডা. মুশিউর রহমান বলেন, সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। বাংলাদেশে এখন একটা স্ট্যান্ডার্ড ডেঙ্গু চিকিৎসা প্রটোকল মেন্টেইন করা হয়। সেভাবেই চিকিৎসা দেয়া হয়।

RSS
Follow by Email