বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Led05রাজনীতি

আইসিইউর অভাবে ছাত্রনেতা ইউশা’র মায়ের মৃত্যুর অভিযোগ, মুনা-সৃজয়দের শোক

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা ইউশা ইসলামের মাতা সোমবার রাত ১০টা ৪১ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল অবস্থার অবনতি হলে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন হয়। তবে, নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতির কারণে তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তরের চেষ্টা করা হয়। কিন্তু পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরেন।

তারা বলেন, “দিনের পর দিন নারায়ণগঞ্জ শহরের জনসাধারণ চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত এই বাণিজ্য নগরীতে দুটি সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও স্বাস্থ্যসেবার মান শূন্যের কোটায়। ভয়াবহ অপরিচ্ছন্ন পরিবেশ, লোকবলের অভাব এবং দায়িত্বশীলতার ঘাটতি পুরো নগরবাসীকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করছে।”

নেতৃদ্বয় আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আইসিইউর ব্যবস্থা থাকলেও তা জনগণের নাগালের বাইরে, প্রায় অচল অবস্থায় পড়ে আছে। অথচ আইসিইউর অভাবে মানুষ ঢাকার পথে প্রাণ হারাচ্ছে। আমরা নারায়ণগঞ্জবাসীর জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দাবি জানাই।”

বাংলাদেশ ছাত্র ফেডারেশন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত ইউশা ইসলাম ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে। সংগঠনটি এই কঠিন সময়ে ইউশা ইসলাম ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

RSS
Follow by Email