শনিবার, আগস্ট ২, ২০২৫
Led02রাজনীতি

আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ

লাইভ নারায়ণগঞ্জ: সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ঢাকার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) সকাল ১০টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয় তাকে। এরপর সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় শুনানী শেষে এ নির্দেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, স্পেশাল র্কোটে তাকে তোলার পর আদালত তাকে কাগারে পাঠানোর নির্দেশ দেয়। তবে আইভী একজন ভিআইপি আসামী। তাকে নারায়ণগঞ্জ কারা কতৃপক্ষ ঢাকার কাশিমপুর মহিলা কারাগারে প্রেরণ করেছেন। আজ আদালতে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করেনি পুলিশ, জামিনও চাওয়া হয়নি।’

প্রসঙ্গত, ৮ ঘন্টা অভিযানের পর শুক্রবার ভোর ৬ টায় শহরের দেওভোগের পৈতৃক বাড়ি থেকে গ্রেপ্তার হন আইভী। বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে সদর মডেল থানা পুলিশের একটি দল চুনকা কুটিরে যায়। এসময় পুলিশের উপস্থিতির খবর পেয়ে এলাকাবাসী সড়কে নেমে আসেন ও বিক্ষোভ করেন। তারা রাতের আধারে আইভীকে নিয়ে যেতে দেবে না বলে দাবি করে। সারা রাত অবরুদ্ধ থাকার পর ভোর ৬টায় স্বেচ্ছায় পুলিশের সাথে গাড়িতে ওঠেন আইভী। এরপর তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আইভীর বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় অন্তত পাঁচটি মামলার আসামি করা হয়েছে। এর মধ্যে মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

RSS
Follow by Email