শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
Led02Led03রূপগঞ্জ

আইফোন কিনতে অপহরণ ও গণধর্ষণের নাটক সাজানোর অভিযোগ, রূপগঞ্জে শিক্ষার্থী আটক

লাইভ নারায়ণগঞ্জ: আইফোন কেনার জন্য বাবা-মায়ের কাছ থেকে টাকা আদায়ে নিজের অপহরণ ও গণধর্ষণের নাটক সাজানোর অভিযোগে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান।

আটককৃত শিক্ষার্থীর নাম মাহিয়া আক্তার। সে সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার মঙ্গলখালী এলাকার মাহবুব আলমের মেয়ে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মাহিয়া আক্তারের দুই সহপাঠী সিফাত মিয়া ও সিনথিয়া আক্তারকেও আটক করা হয়েছে।

ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, গত বুধবার সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর গণধর্ষণ করা হয়েছে এমন সংবাদ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। একই দিনে মাহিয়া আক্তারের মা নাসরিন আক্তার রূপগঞ্জ থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাহিয়াকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায়।

পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ঘটনার তদন্ত শুরু করলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। তদন্তে জানা যায়, মাহিয়া আক্তার গত কিছুদিন ধরে একটি আইফোন মোবাইল কেনার চেষ্টা করছিলেন। আইফোন কেনার টাকা জোগাড় করতে না পেরে তিনি তার দুই সহপাঠী সিফাত ও সিনথিয়া আক্তারের সঙ্গে মিলে অপহরণের নাটক সাজানোর পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, গত মঙ্গলবার সকালে মাহিয়া আক্তার মুড়াপাড়া কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর সিফাত অপহরণকারী সেজে মাহিয়া আক্তারের মাকে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে মাহিয়াকে গণধর্ষণ করার হুমকি দেন।

পুলিশের তদন্তে আরও প্রকাশ পায় যে, মঙ্গলবার রাতে মাহিয়া আক্তার তার বান্ধবী সিনথিয়া আক্তারের বাড়িতে অবস্থান করছিলেন, যা সিনথিয়া আক্তারের পরিবার নিশ্চিত করেছে। গত বুধবার মাহিয়া আক্তার তার পরিবারের কাছ থেকে টাকা না পেয়ে বন্ধু সিফাতের মাধ্যমে তুষকা সিরাপ কিনে অর্ধেক খেয়ে মুড়াপাড়া কলেজের পেছনে পড়ে থাকেন। এরপর সিফাত মাহিয়ার বাড়িতে ফোন করে জানান, যেহেতু টাকা দেওয়া হয়নি, তারা তাদের মেয়েকে কলেজের পেছনে ফেলে গেছেন।

ইন্সপেক্টর তরিকুল ইসলাম জানান, এই ঘটনায় মাহিয়া আক্তারের সহপাঠী সিফাত ও সিনথিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

RSS
Follow by Email