সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫
Led01রাজনীতি

আইন-শৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে না.গঞ্জ-৩ আসনের প্রার্থীর সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জে ক্রমাবনত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী অঞ্জন দাস।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন তফশিল ঘোষণার পর ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ এবং ১৩ ডিসেম্বর উত্তরায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরেছে। একজন প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত না হলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়।

এসময় নারায়ণগঞ্জ-৩ এলাকায় চাঁদাবাজি, দখল ও মাদকের বিস্তারের অভিযোগ করে তিনি বলেন, গত ২২ নভেম্বর সোনারগাঁওয়ে গণসংযোগকালে ভয়ভীতি প্রদর্শন এবং ১৩ ডিসেম্বর রাতে আমাদের এক নেতার ওপর হামলার চেষ্টা করা হয়। এসব হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং আসন্ন নির্বাচনকে নিরাপদ ও অংশগ্রহণমূলক করতে সরকার ও প্রশাসনের কাছে কঠোর ও দায়িত্বশীল ভূমিকার দাবি জানান অঞ্জন দাস। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম-সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের নির্বাহী সমন্বয়কারী পপী রানি সরকার, নারী সংহতির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নাজমা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

RSS
Follow by Email