মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Led01জেলাজুড়ে

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় স্বাভাবিক না.গঞ্জ, তবে পরিবহন ও যাত্রী ছিল কম

লাইভ নারায়ণগঞ্জ:
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশপথ নারায়ণগঞ্জে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ ৯টি স্থানে তল্লাশি চৌকি ও ২৬টি টহল সক্রিয় রেখেছে পুলিশ। এছাড়া র্যাব ও বিজিবি সড়কে অবস্থান করছেন।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল কার্যক্রমও জোরদার রয়েছে। পোশাকি পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির নামে নাশকতা প্রস্তুতির অভিযোগে জেলাজুড়ে বিশেষ অভিযানে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে দিনব্যাপি নারায়ণগঞ্জ জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাভাবিক দিনের মতো কেটেছে জেলার সব কিছু। তবে সড়কে তুলনামূলক পরিবহন কম যেমন ছিল, যাত্রীও কম ছিল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সাইবোর্ড এলাকার পরিবহন চালকরা জানায় সকাল থেকে যাত্রী কম, তাছাড়া আমাদের মধ্যে অতঙ্কও কাজ করছে।

যাত্রীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ বলছে লকডাউন মানি না, কেউ কেউ অতঙ্কের কথা জানিয়েছেন। একই সাথে পরিবহন সংকটের ক্ষোভও জানিয়েছেন তাঁরা।

RSS
Follow by Email