সোমবার, আগস্ট ১১, ২০২৫
Led05আদালত

আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল। এ লক্ষ্যে একটি ১২ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) মিশনপাড়ার জামায়াত ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুল হাফিজ মোল্লার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা মো. আব্দুল জব্বার।

সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আসন্ন নির্বাচনে পূর্ণ প্যানেলে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে অ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লাকে সভাপতি ও অ্যাডভোকেট শাহাদাত আলী ইমনকে সহ-সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য আইনজীবীদের এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল হাফিজ মোল্লা আসন্ন নির্বাচনে বাংলাদেশ ‘ল’ ইয়ার্স কাউন্সিল মনোনীত ‘সবুজ প্যানেল’কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শাখার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াস মোল্লা, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, অ্যাডভোকেট ইসরাফিল, অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

RSS
Follow by Email