আইনজীবী ফোরামের সাথে আইন ছাত্র ফোরামের সৌজন্য সাক্ষাৎ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ আইনজীবী ফোরামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম নারায়ণগঞ্জ‘র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার (২২ ডিসেম্বর) বিকেলে নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নবগঠিত কমিটির সদস্যরা মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুর সাথে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার মো. হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ.এম আনোয়ার প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ মো. আক্তার হোসাইন, শিক্ষানবিশ খাদিজা আক্তার সুমী, মোঃ সবুজ প্রধান,ছাত্র তৌসিফ হাসান জাহিদ ,ছাত্র মোঃ মেহেদী হাসান ,ছাত্র জুনায়েদ,ছাত্র রবিউল আলম , ছাত্রী মাঈমুনা আক্তার লূনা,ছাত্র মোঃ আবির হাসান ,আসাদুল্লাহ মিয়া প্রমূখ।
উল্লেখ্য, ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম-কেন্দ্রীয় সংসদের আহবায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মোঃ বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত মোতাবেক আইনের ছাত্র ছাত্রীদেরকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে নতুন সদস্য সংগ্রহ এবং উক্ত ইউনিটে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের মধ্যে আহবায়ক খন্দকার মোঃ সাদ্দাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুল হক সরকার,যুগ্ম আহবায়ক মাহমুদা আক্তার,যুগ্ম আহবায়ক মোঃ তৌসিফ হাসান, যুগ্ম আহবায়ক মোঃ শাহিন খন্দকার, সদস্য সচিব মোঃফজলে রাব্বি মহিউদ্দিন,সদস্য ফাতেমা
আক্তার মাহমুদা ইভা,সদস্য লুৎফুন নাহার লিজা,সদস্য কামরুন্নাহার স্মৃতি,সদস্য নূরুন্নাহার তিন্নি, সদস্য চক্রবর্তী। জেলা শাখা কমিটি আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।