বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led02আদালতজেলাজুড়েফতুল্লারাজনীতি

আইনজীবীরা আদালত বয়কট করবে: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেম্দ্রীয় কমিটি ঘোষিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মানবাধিকার সম্পাদক ব্যারিস্টাার ওসমান চৌধুরীর মুক্তির দাবীতে, বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (২০ ফেব্রুয়ারি) সাড়ে ১২ টায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. মো. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. মো. আবু আল ইউসুফ খান টিপু।

এড. মো. আবু আল ইউসুফ খান টিপু বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মানবাধিকার সম্পাদক ব্যারিস্টাার ওসমান চৌধুরীকে গ্রেপ্তার করেছে। আজকের এই বিক্ষোভ থেকে আমরা তাদের মুক্তি চাই। যদি মুক্তি না দেয়া হয়, তাহলে বাংলাদেশের সব আইনজীবীরা আদালত বয়কট করবে এবং শেখ হাসিনার পতন আন্দোলনে রাজপথে থাকবে।

RSS
Follow by Email