আইইটি স্কুলের ব্যাচ ৮৩’র ইফতার মাহফিল
লাইভ নারায়ণগঞ্জ: আই ই টি সরকারী উচ্চ বিদ্যালয়ের ব্যাচ’৮৩ (ইটোসা ৮৩) এর আয়োজনে একটি উফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বিকেলে ডিআইটি টোকিও প্লাজায় ফুড ফ্যান্টাসি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলের আয়োজনে উপস্থিত ইটোসা ৮৩ ব্যাচের শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর এই আয়োজনটা করা হয় সবাইকে নিয়ে। ওরা ব্যাচের বাইরের লোকজনকেও আমন্ত্রণ জানায়। যেমন আমরা সিনিয়র। তবুও আমাদেরকে ইফতার মাহফিলে আমন্ত্রণ করায় আমরা খুব সম্মান বোধ করছি। ওদের জন্য দোয়া করি। তাছাড়া বন্ধুবান্ধবের বাইরে মাদ্রাসার এতিম দাওয়াত করাটা খুব নেকের কাজ। সবাই এমন উদার হলে আমাদের সমাজটা সত্যি সুন্দর হবে।
এসময় মাদ্রাসার ছোট ছোট শিশুদের উপস্থিতিতে ইফতার মাহফিলটি প্রাণবন্ত হয়ে উঠে। বন্ধুবান্ধব, সিনিয়র এবং এলাকার লোকজনের অংশ গ্রহণে ফুটে উঠেছিল মুসলিম ভ্রাতৃত্বের অনন্য নিদর্শন।