বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫
ফতুল্লা

আংশিক নয়, সম্পূর্ণ কুতুবপুরকে এনসিসি’র অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি

লাইভ নারায়ণগঞ্জ: আংশিক নয়, নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে ‘কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তকরণ বাস্তবায়ন কমিটি’। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে কমিটির আহ্বায়ক হাজী মো. শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক জমাদ্দার ও সদস্য সচিব এস.এম কাদির এর নেতৃত্বে কুতুবপুরের সর্বস্তরের জনগণের পক্ষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

নেতৃবৃন্দ স্মারকলিপিতে উল্লেখ করেন, সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ইউনিয়নের বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লক্ষ এবং প্রতি বর্গকিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ৬ হাজার ৯শ’ ৯৭ জন। এটি শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক সকল দিক থেকে জেলার একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিত।

স্মারকলিপিতে কুতুবপুরকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির পক্ষে শক্তিশালী যুক্তি তুলে ধরা হয়। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে তারা জানান, শিক্ষার হার: ৬৫ ভাগ (২০০১ সালের আদমশুমারি অনুযায়ী)। সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯টি, মাধ্যমিক বিদ্যালয় ০৫টি, ১টি ডিগ্রী কলেজ (হাজী মিসির আলী ডিগ্রী কলেজ), ২০টি মাদ্রাসা এবং ৩৩টি কিন্ডার গার্টেন রয়েছে। নৌ-বাহিনী ঘাঁটি, সেনাক্যাম্প, বৈদ্যুতিক পাওয়ার হাউস, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, পার্ক ও দর্শনীয় স্থান রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ০৩ ধারা অনুযায়ী একটি ইউনিয়ন পরিষদকে পৌরসভায় উন্নীত করার জন্য যে মানদণ্ড প্রয়োজন, কুতুবপুর ইউনিয়ন বহু বছর আগেই তা পূর্ণ করতে সক্ষম হয়েছে।

গত ৬ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে কুতুবপুর ইউনিয়নের ‘আংশিক ভূমি’ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার প্রস্তাবে কুতুবপুরের জনগণ অসন্তুষ্ট বলে নেতৃবৃন্দ জানান।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাননীয় জেলা প্রশাসক মহোদয় যদি পুরো কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত না করেন তাহলে কুতুবপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন এবং যে পরিস্থিতি সৃষ্টি হবে সে জন্য জেলা প্রশাসক মহোদয় দায়ী থাকিবেন।”

স্মারকলিপি প্রদানকালে মোঃ নাছির উদ্দিন প্রধান, মোঃ জাহের মোল্লা, গোলাম কাদির, এড. সুমন মন্ডল, এড. শরীফুল ইসলাম, এড. ফাহিম, মিজানুর রহমান মোল্লা, আমির হোসেন, হাফেজ মাও: শফিকুল ইসলাম সাদ, দ্বীন ইসলাম দিলু, মোঃ রাসেল, মোঃ জাকির হোসেন মাসুদ, সাইদ রেজা সুমন, দুলাল ভূঁইয়া, সেলিম মোল্লা, মোঃ রনি, মোঃ রৌনক, আনোয়ার হোসেন রিপন, রবিন খাঁন, সোহেল শেখ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email