অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরী, আদর্শ মিষ্টান্নতে জরিমানা
লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়। সোমবার (১৬ অক্টোবর) শহরের কালির বাজার এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় চেম্বার অব কমার্স এর পরিচালক সোহেল আক্তার, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খান উপস্থিত ছিলেন।
সেলিমুজ্জামান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।