বুধবার, জুলাই ২৩, ২০২৫
Led02রাজনীতিসোনারগাঁ

অসুস্থ বিএনপি নেতা রিয়াজকে দেখতে গেলেন গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ: অসুস্থ বিএনপি নেতার বাড়িতে গেলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় সোনারগাঁও থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, প্রবীণ বিএনপি নেতা রিয়াজ আহমেদকে তাঁর বাসভবনে দেখতে যান।

মুহাম্মদ গিয়াসউদ্দিন রিয়াজ আহমেদের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি রিয়াজ আহমেদের সাথে কুশল বিনিময় করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “দলের দুঃসময়ে যারা কান্ডারি ছিলেন, তাদের প্রতি সম্মান জানানো এবং তাদের খোঁজ রাখা দলের প্রতিটি নেতাকর্মীর কর্তব্য। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার অঙ্গীকার করছি।”

RSS
Follow by Email