বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
রাজনীতি

অসুস্থ বিএন‌পি নেতা সা‌নি‌র সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলা‌দেশ জাতীয়তাবাদী সামা‌জিক সাংস্কৃ‌তিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় ক‌মি‌টির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ বিএন‌পির অন‌্যতম নেতা আনিসুল ইসলাম সা‌নি‌’র শা‌রী‌রিক অবস্থার খোজ খবর নিতে সাক্ষাৎ করেছে জামা‌য়াত ইসলামীর নেতৃবৃন্দ। সোমবার (২৫ ন‌ভেম্বর) বি‌কে‌লে চাষাড়ায় সানির নিজ বাড়িতে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন, বাংলা‌দেশ জামা‌য়েত ইসলামী কেন্দ্রীয় ক‌মি‌টির সূরা সদস‌্য মাওলানা মঈনু‌দ্দিন আহ‌মেদ, নারায়ণগঞ্জ মহানগর জামা‌য়া‌তের না‌য়ে‌বে আমীর মাওলানা আব্দুল কাইয়ুম এবং মহানগর জামা‌তের সাধারন সম্পাদক ইঞ্জি‌নিয়ার ম‌নোয়ার হো‌সেন ও মহানগর জাসাস এর সভাপ‌তি মোঃ স্বপন চৌধুরী।

এসময় অসুস্থ আনিসুল ইসলাম সা‌নির শারী‌রিক অবস্থার খোঁজ খবর ‌নেন নেতৃবৃন্দ। সাথে দে‌শের বর্তমান রাজ‌নৈ‌তিক প্রেক্ষাপট সহ নারায়ণগ‌ঞ্জের সা‌র্বিক বিষ‌য় নি‌য়ে আলোচনা ক‌রেন।

RSS
Follow by Email