রাজনৈতিক কর্মী অসুস্থ হলে দল যেমন ক্ষতিগ্রস্ত হয়,নেতাকর্মীদের মনেও দুশ্চিন্তা তৈরি হয়: মাসুদুজ্জামান
লাইভ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর তার বাসায় উপস্থিত হন মাসুদুজ্জামান মাসুদ। রবিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবী মাসুদুজ্জামান মাসুদ তার বাসায় উপস্থিত হয়ে পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট নেন।
টিপুর বাসায় গিয়ে মাসুদুজ্জামান মাসুদ বলেন, আপনারা জানেন যে মহানগর সদস্য সচিব আবু আল ইউসুফ টিপু ভাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ। তাই আমরা সবাই তাকে দেখতে এসেছি এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছি। এখানে অন্য কোনো উদ্দেশ্য নেই। রাজনীতি নিয়ে তো কথা অবশ্যই হয় যখন আমরা একসাথে বসি, কিন্তু আজ আমাদের মূল লক্ষ্য শুধুই তার অসুস্থতার খবর নেওয়া ও তার পাশে দাঁড়ানো। তিনি আরও বলেন যে, দলের নেতাকর্মীরা টিপু ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন এবং সবাই তার পাশে আছেন।
টিপুর বাসায় উপস্থিত হয়ে শুধু তার শারীরিক অবস্থা জানাই নয়, মাসুদুজ্জামান বলেন, একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী অসুস্থ হলে দল যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি নেতাকর্মীদের মনেও দুশ্চিন্তা তৈরি হয়। তাই দলের দায়িত্বশীল নেতা হিসেবে টিপু ভাইয়ের প্রতি যত্ন নেওয়া সবাইরই নৈতিক দায়িত্ব।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন – নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, এবং বিএনপি ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা। তাদের উপস্থিতি প্রমাণ করে যে দলীয় ঐক্য ও পারস্পরিক সহমর্মিতা আজও বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক চেতনার এক গুরুত্বপূর্ণ অংশ।
শেষে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি – টিপু ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আগের মতো প্রাণবন্তভাবে ফিরে আসেন। তিনি মহানগরের একজন গুরুত্বপূর্ণ সংগঠক। তার সুস্থতা আমাদের সকলের জন্যই অত্যন্ত – প্রয়োজন।”
