শনিবার, মার্চ ২৯, ২০২৫
রাজনীতি

অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার দিলেন ১৬নং ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন। বুধবার (২৬ মার্চ) নগরীর মন্ডলপাড়া এলাকায় মো. শহীদের সার্বিক তত্ত্বাবধানে ও ১৬নং ওয়ার্ড বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সহযোগীতায় ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় মন্ডলপাড়া এলাকায় ৬০জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে। এর আগে কাশিপুর হোসাইনী নগর এলাকায় দেড়শ’ মানুষের মাঝে এই ঈদ সামগ্রী উপহার তুলে দেয়া হয়। ঈদ সামগ্রী উপহারের মধ্যে আছে, দুই ধরণের সেমাই, চিনি, পোলাও চাল ও দুধ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মনোয়ার হোসেন মুন্না, ১৬নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, পৌর জাসাসের সাবেক সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্রমিক দল নেতা সুজন আহমেদ, জাকির হোসেন, আক্তার হোসেন, মো. মোকলেস হোসেন, মো. কাদির, মো. মোতালেব, মো. মনির, শাহ আলম, মনির ও শাহীনসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email