শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
Led04শিক্ষা

অসম্পূর্ণ-আবদ্ধ জ্ঞান বিকাশে সানরাইজ কিন্ডারগার্টেন’র শিক্ষা সফর

লাইভ নারায়ণগঞ্জ: জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হল দুটি। একটি হল বই পড়া, অন্যটি শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। শিক্ষা সফরের উদ্দেশ্য হল বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করা বাইরের পরিবেশ থেকে বাস্তর জ্ঞান অর্জন করা স্কুল কয়েজ-বিশ্ববিদ্যালয়ে বয় বিষয়েই পাঠদান করা হয়ে থাকে।

সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মনোমুগ্ধকর পরিবেশে সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড  স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করেছে। মঙ্গলবার সকাল ৮টায় নয়নাবাদ বাজার (স্কুল প্রাঙ্গণ ) থেকে শিক্ষা সফরের দুটি বাস নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কের উদ্দেশে রওনা দিয়েছে।

শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, শিক্ষাসফরে পথিমধ্যেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফরের ব্যাজ (আইডি কার্ড) বিতরণ করা হয়৷ চলতি পথেই শিক্ষকরা বিক্রি করেন লটারি কুপন, আনন্দে কেটে যায় সময়। বেলা সাড়ে ১০টায় নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কে পৌঁছালে সকলের নাস্তা দেয়া হয় । পার্ক এ প্রবেশের পর পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি ইভেন্টের নানা কর্মসুচি আনুষ্ঠানিকভাবে পালন করা হয় ( বিভিন্ন খেলা ) । স্কুলটির পরিচালক ও প্রধান শিক্ষক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছাত্র ছাত্রীদের অভিবাবক আরো উপস্থিত ছিলেন বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

জোহরের নামাজ ও দুপুরের খাবার বিরতির পর , বিজয়ীদের  পুরস্কার ও অন্যান্যদের সান্ত্বনা পুরষ্কার প্রদান করে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা । নরসিংদী ‘ড্রিমল্যান্ড পার্কে’ প্রবেশের পর ইচ্ছেমতো ঘুরাঘুরি ও রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেখোনেই যেন সবটুকু আনন্দ খুঁজে পেয়েছে তারা। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে অনিচ্ছুক থাকলেও বিকেল ৪ ঘটিকায় বিদায়ের ঘন্টা বেজে গেলে সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেয়। পরিশেষে বিকেল ৫ টায় রওনা করা হয় বাড়ির উদ্দেশ্যে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় একশত বিশ জন লোকের এমন একটি শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে প্রশংসায় ভাসছেন শিক্ষকগণ। বিশেষ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আসাদ মোল্লার নির্দেশে তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ গোলাপ হোসেন।

RSS
Follow by Email