অসম্পূর্ণ-আবদ্ধ জ্ঞান বিকাশে সানরাইজ কিন্ডারগার্টেন’র শিক্ষা সফর
লাইভ নারায়ণগঞ্জ: জ্ঞান লাভের উপায় বা মাধ্যম হল দুটি। একটি হল বই পড়া, অন্যটি শিক্ষা সফর। শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ ও আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায়। শিক্ষা সফর একজন শিক্ষার্থীর শিক্ষা জীবনকে করে আনন্দময় ও পরিপূর্ণ। শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা সুযোগ পায় নিজের দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তথা নিজের শেকড় সম্পর্কে জানতে। শিক্ষা সফরের উদ্দেশ্য হল বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করা বাইরের পরিবেশ থেকে বাস্তর জ্ঞান অর্জন করা স্কুল কয়েজ-বিশ্ববিদ্যালয়ে বয় বিষয়েই পাঠদান করা হয়ে থাকে।
সেই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মনোমুগ্ধকর পরিবেশে সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড স্কুলের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করেছে। মঙ্গলবার সকাল ৮টায় নয়নাবাদ বাজার (স্কুল প্রাঙ্গণ ) থেকে শিক্ষা সফরের দুটি বাস নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কের উদ্দেশে রওনা দিয়েছে।
শিক্ষক শিক্ষার্থীদের মাধ্যমে জানা যায়, শিক্ষাসফরে পথিমধ্যেই ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফরের ব্যাজ (আইডি কার্ড) বিতরণ করা হয়৷ চলতি পথেই শিক্ষকরা বিক্রি করেন লটারি কুপন, আনন্দে কেটে যায় সময়। বেলা সাড়ে ১০টায় নরসিংদী জেলার ড্রিম হলিডে পার্কে পৌঁছালে সকলের নাস্তা দেয়া হয় । পার্ক এ প্রবেশের পর পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ি ইভেন্টের নানা কর্মসুচি আনুষ্ঠানিকভাবে পালন করা হয় ( বিভিন্ন খেলা ) । স্কুলটির পরিচালক ও প্রধান শিক্ষক , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রীদের অভিবাবক আরো উপস্থিত ছিলেন বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জোহরের নামাজ ও দুপুরের খাবার বিরতির পর , বিজয়ীদের পুরস্কার ও অন্যান্যদের সান্ত্বনা পুরষ্কার প্রদান করে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা । নরসিংদী ‘ড্রিমল্যান্ড পার্কে’ প্রবেশের পর ইচ্ছেমতো ঘুরাঘুরি ও রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। সেখোনেই যেন সবটুকু আনন্দ খুঁজে পেয়েছে তারা। শিক্ষার্থীরা বাড়ি ফিরতে অনিচ্ছুক থাকলেও বিকেল ৪ ঘটিকায় বিদায়ের ঘন্টা বেজে গেলে সকলে একত্রিত হয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেয়। পরিশেষে বিকেল ৫ টায় রওনা করা হয় বাড়ির উদ্দেশ্যে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ প্রায় একশত বিশ জন লোকের এমন একটি শিক্ষা সফর সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পেরে প্রশংসায় ভাসছেন শিক্ষকগণ। বিশেষ করে বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ। সানরাইজ কিন্ডারগার্টেন এন্ড স্কুল এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোঃ আসাদ মোল্লার নির্দেশে তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ গোলাপ হোসেন।