অর্ধ শতাধিক বালকের খতনা করালো ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন
লাইভ নারায়ণগঞ্জ: প্রতি বৎসরের ন্যায় এবারো ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের উদ্যোগে এবং হাজী আলেক মিয়া-আনোয়ারা বেগম চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা এড. মতিউর রহমান সাহেবের আর্থিক সহযোগিতায়, অর্ধ শতাধিক অস্বচ্ছল বালকের সুন্নতে খতনা সম্পন্ন করানো হয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কাশীপুর বাংলাবাজারস্থিত দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই কর্মসূচি পালন করা হয়।
সুন্নতে খত্না কার্যক্রমটি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহম্মেদ এর দিক নির্দেশনা এবং সহ-সভাপতি আলহাজ্ব রমজানুল রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মন্টু’র সার্বিক তত্বাবধানে ঢাকা থেকে আগত কোয়ান্টাম ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও সোহেল রানা সাহেবের মেডিকেল টিম সফল ভাবে অর্ধ শতাধিক অস্বচ্ছল বালকের খত্না কর্মটি সম্পাদন করেন।
সুন্নতে খত্না অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব এ ওয়াই এম হাসমত উল্লাহ। আরো উপস্থিত ছিলেন সাবেক এ এস পি মোঃ আজিজ উল্লাহ, আমরা নারায়ণগঞ্জবাসীর সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতুব উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী দেওয়ান, সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, উত্তর গোয়ালবন্দ পঞ্চায়েত কমিটির সহ-সম্পাদক মোঃ মোজাম্মেল হক ভূইয়া, মোঃ মহসিন, মোঃ বাচ্চু মিয়া।