বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led03অর্থনীতিজেলাজুড়ে

অর্থ উপদেষ্টার সাথে ব্যবসায়ীদের সাক্ষাৎ, নিট মালিকদের প্রতিনিধিত্বে হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষে অন্তবর্তী কালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন ব্যবসায়িক সংগঠন আইসিসি বাংলাদেশ‘র নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে আইসিসি বাংলাদেশ‘র সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে ১১ জন সদস্যের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার কার্যালয়ে আসেন। সেখানে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সাথে ব্যবসায়ীরা সাক্ষাৎ করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় নিটিং শিল্প মালিকদের প্রতিনিধিত্ব করেন বিএকএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম।

আলোচনায় ব্যবসায়ীরা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার, ব্যাংকিং সেক্টরের সংস্কার, এনবিআরের পুনর্গঠন, পেপারলেস আন্তর্জাতিক বাণিজ্য, এনার্জি সেক্টর সংস্কার, বিদেশে বাংলাদেশ মিশন, মধ্যম আয়ের দেশে বাংলাদেশকে রূপান্তরে কী কী করণীয় সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

RSS
Follow by Email