রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
Led04রাজনীতি

অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের রক্তক্ষরণ হচ্ছে: বাবুল

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীকে ‘অপরিচিত’ আখ্যা দিয়ে বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, একজন অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা রক্তক্ষরণ হচ্ছে এবং এই আসন হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, আমরা মনোনয়ন প্রত্যাশী ছিলাম। অপ্রত্যাশীত ভাবে একজনকে মনোনয়ন দেয়া হয়েছে, যিনি এই দলের সাথে সম্পৃক্ততা ছিলোনা। তিনি দুই মাস আগে দলে যোগ দিয়েছেন এবং মনোনয়ন পেয়েছেন। কিন্তু এতে আমাদের কোন সমস্যা নাই। আমরা মাঠে ময়দানে কাজ করেছি ও দেখছি প্রতিটি নেতাকর্মী ও ভোটারের রক্তক্ষরণ হচ্ছে। আর এভাবে যদি চলে তাহলে জানিনা নারায়ণগঞ্জ-৫ থেকে আমাদের প্রত্যাশা কি থাকবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের প্রার্থী এবং জয়লাভ, এই দুইটাই আমাদের প্রত্যাশা। যে বিএনপি করে না এমন অপরিচিত মানুষকে ভোটাররা ভোট দিবে না। আমরা চাইনা আসনটি আমাদের থেকে হারিয়ে যাক, আমরা চাই নারায়ণগঞ্জ-৫ আসন আমাদেরই থাকুক। আমরা এ আসনটি বিএনপিকে উপহার দিবো। যে মনোনয়ন দিয়েছে সেটা এখনো কনফার্ম না, এটা আবার রিভিউ করা হোক। আমাদের মধ্যে যে কাউকে মনোনয়ন দেয়া হোক আমরা তাকে বিজয়ী করবো।”

RSS
Follow by Email