শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

অয়ন ওসমানের পক্ষে ছাত্রলীগের প্রস্ততি সভা

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৬ই সেপ্টেম্বর শামীম ওসমানের সমাবেশে অয়ন ওসমানের পক্ষে যোগ দিতে প্রস্ততি সভা করেছে নারায়ণগঞ্জ ছত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) সরকারী তোলারাম কলেজের ছাত্রছাত্রী সংসদ হল রুমে এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

এসময় নারায়ণগঞ্জ সরকারী তোলারম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, মহানগর ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সম্রাট, যুবলীগ নেতা কাউসার আহাম্মেদ, তোলারম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদসহ নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা, থানা ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে হাবিবুর রহমান রিয়াদ বলেন, আগামী ১৬ই সেপ্টেম্বর অয়ন ওসমানের পক্ষে নারায়ণগঞ্জের ছাত্রসমাজ, তরুন সমাজ ও যুব সমাজ আমাদের নেতা শামীম ওসমান সাহেবের ডাকা সমাবেশে যোগদান করবে। বিশাল ওই মিছিলটি সার্থক করতে আজ আমরা প্রস্ততি সভা করেছি।

RSS
Follow by Email