রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03বন্দর

অবৈধ পোস্টার ও ক্যাম্পের দায়ে চেয়ারম্যান প্রার্থী মাকসুদকে শোকজ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ করা হয়েছে। উপজেলার মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মাকসুদ হোসেকে এই শোকজ করা হয়।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আপনি জনাব মোঃ মাকসুদ হোসেন আপনার নির্বাচনি এলাকার অলি-গলিতে শত-শত পোষ্টার অবৈধভাবে বিভিন্ন দেয়ালে সাঁটিয়েছেন। এছাড়াও অনুমতি ব্যতীত অবৈধভাবে নির্বাচনি ক্যাম্প স্থাপন করেছেন যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি ৮ এবং বিধি ১২ এর পরিপন্থী।

এমতাবস্থায়, উক্ত বিধিমালার বিধি ৮ এবং বিধি ১২ ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ২৪ ঘন্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে উপজেলা পরিষদ বিধিমালা ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের জন্য পত্র প্রেরণ করা হবে।

RSS
Follow by Email