রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02সদর

অবৈধ পার্কিং ও লাইসেন্স না থাকায় নগরীতে ২৭ যানবাহন জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: নগরীতে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বাংলাদেশ সেনা বাহিনী, জেলা পুলিশ এবং বিআরটিএ‘র উদ্যোগে অভিযান শুরু হয়। নগরীর চাষাড়ার শান্তনা মার্কেট মোড়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, রাইফেল ক্লাব মোড়, কালীরবাজার মোড়, বঙ্গবন্ধু রোড ও ডিআইটিতে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে।

যৌথ অভিযানে লাইসেন্স বিহীন গাড়ি ও অবৈধ পার্কিং এর জন্য সিএনজি, মোটরগাড়ি, কার, হাই-এস্, কার্গো পিকআপ ভ্যান ও ট্রাকসহ মোট ২৭টি পরিবহন-গাড়ি জব্দ করা হয়। এছাড়াও সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ২৯টি মামলা এবং ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে কিছু যানবাহনের উপযুক্ত কাগজ ও লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ডাম্পিং সাইটে প্রেরণ করা হয়। এছাড়াও অভিযানে অবৈধভাবে গড়ে উঠা নিউ আসিয়ান, বন্ধু পরিবহন ও বিআরটিসি বাস কাউন্টারগুলো যত্রতত্র স্থাপন না করে উপযুক্ত স্থানে স্থাপন করার জন্য কাউন্টার কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

তিনি আরও জানান, যৌথ টিম অবৈধ বাস কাউন্টার স্থাপন, রুট পারমিট ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং এবং দিনে-দুপুরে ট্রাক প্রবেশ এর বিষয়ে অভিযান পরিচালনা করেন। যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত এ ধরনের যানজট নিরসন অভিযান কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

যৌথ অভিযানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, নগর পরিকল্পনাবিদ মো: মঈনুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর আয়াজ আব্দুল্লাহ গালিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর, বিআরটিএ‘র মোটরযান পরিদর্শক মো: সাইফুল কবীর, ট্রাফিক ইন্সপেক্টর এম.এ করিম, সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

RSS
Follow by Email