শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
Led02রাজনীতি

অবৈধ নির্বাচনের পরে আবারো প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারেনা: সামান্তা শারমিন

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, আমরা আওয়ামী লীগের ও শেখ হাসিনার বিচার চাচ্ছি, তাঁকে দেশে প্রত্যাবতন করা হোক এবং শেখ হাসিনার বিচার করা হোক। এর মধ্য দিয়ে বাংলাদেশের নারীরা তার যে রাজনৈতীক সুরত (অবস্থার) সেটার সমাপ্তি ঘটাতে পারবে। সেটা অন্য মাত্রায় আমরা প্রবেশ করতে পারব। আমরা সে কারণে বিচারের কথা বলছি, আমরা সংস্কারের কথা বলছি। আমরা দেখতে পাচ্ছি এখনো উপদেষ্টা পরিষদে উল্লেখ্যযোগ্য সংখ্যক নারী আমরা দেখতে পাচ্ছি না। যদি এমন হয় বিভিন্ন সেক্টরে নারীরা পিছিয়ে আছে তাহলে কি করলে নারীরা এখানে এগিয়ে আসতে পারবেন সে প্রদ্ধতি আমাদেরই বের করতে হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে, জাতীয় নাগরিক কমিটির উদ্যোগ জুলাই অভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৩টি অবৈধ নির্বাচনের পরে আবারো প্রশ্নবিদ্ধ নির্বাচন হতে পারেনা। আরো একটি তথাকথিত নির্বাচন হতে পারেনা। অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান পুনর্লিখিত হতে হবে। ক্যাম্পাসগুলোতে নতুন ধারার রাজনীতি চালু হয়েছে। আগামীতে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে। নারীদের সিদ্ধান্ত গ্রহনের জায়গায় আসতে হবে।

RSS
Follow by Email