মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
Led03জেলাজুড়ে

অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার নির্দেশ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ইটভাটার মালিকদের সাথে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়। সভায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ-এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ আইন মেনে ইটভাটা পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অবৈধভাবে কোনো ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের কঠোর নির্দেশ প্রদান করা হয়।

সভায় বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: রাসেল মাহামুদ ও পরিদর্শক মোঃ হুজ্জাতুল ইসলাম।

ইটভাটার মালিকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মো: আবু সাঈদ, আব্দুল লতিফ, মো: হাবিবুর রহমান প্রমুখ। তারা পরিবেশ আইন মেনে চলার এবং পরিবেশ দূষণ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বস্ত করেন।

RSS
Follow by Email