বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতি

অবরোধে না.গঞ্জে চার প্লাটুন বিজিবি মোতায়েন

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকা ও আশপাশের জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোট ২৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) তথ্যটি মুঠোফোনে লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নারায়ণগঞ্জ জোনের সিনিয়র কর্মকর্তা।

তিনি জানান, নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঢাকা-চট্টগ্রাম সড়কসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় আমাদের, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নারায়ণগঞ্জ ব্যটালিয়ান ৬২ এর মোট ৪টি প্লাটুন কাজ করছে। এছাড়া বিভিন্ন এলাকায় ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

RSS
Follow by Email