রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led04জেলাজুড়েফতুল্লা

অবন্তী কালার টেক্স শ্রমিকদের বিক্ষোভ

লাইভ নারায়াণগঞ্জ: বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করার অভিযোগ করে বিক্ষোভ করেছে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকরা।

শনিবার (১০ ফেব্রুয়ারী) সকালে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে অবন্তী কালার টেক্স কারখানার সামনে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শ্রমিকদের কর্মসূচির কারণে ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়কে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ঘটনাস্থলে শিল্প পুলিশ সদস্যরা কারখানার মালিকদের সাথে যোগাযোগ করেন এবং আগামী সোমবার বকেয়া বেতন পরিশোধ করার আশ্বাস দেয়া হলে সকাল ১০ টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে আসেন।

RSS
Follow by Email