বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
রাজনীতি

অফিস ভাংচুর-দখলবাজিতে জড়িত কাউকে ছাড় দিবো না: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, দলীয় কার্যালয় ভাংচুর দখলবাজিতে জড়িত কাউকে ছাড় দিবো না। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সু-শৃঙ্খল। নারায়ণগঞ্জ মটরস মেকানিক শ্রমিক দল এবং ইউনিয়ন অফিস ভাংচুর ঘটনা ন্যাক্কারজনক। ইতোমধ্যে নারায়ণগঞ্জ পুলিশ প্রশাসনক অবগত করা হয়েছে, তারা তদন্তের মাধ্যমে মটরস মেকানিক শ্রমিক দল এবং ইউনিয়ন অফিস ভাংচুরের মামলা নেয়া হবে। কেন্দ্রীয় বাস টার্মিনালে কোন অপতৎপরতা ও সহিংসতা করতে দেয়া হবে না।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ মটরস মেকানিক শ্রমিক দল এবং ইউনিয়ন অফিস কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি সভাপতি মাসুদ রানা, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিদলের সদস্য সচিব ফারুক হোসেন, মটরস মেকানিক শ্রমিক দল এবং ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর কাছে নারায়ণগঞ্জ মটরস মেকানিক শ্রমিক দল এবং ইউনিয়ন অফিস ভাংচুরে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন ইউনিয়নের নেতা-কর্মীরা। ওই সময় নারায়ণগঞ্জ সদর বিএনপি সভাপতি মাসুদ রানা বলেন, আইন নিজের গতিতে চলে। যারা এতদিন নাম ভেঙ্গে দখলে ছিলো তাদের বিরুদ্ধে অবশ্যই বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

RSS
Follow by Email