অপ-সাংবাদিকতা প্রতিরোধে ফতুল্লায় সাংবাদিকদের শপথ
লাইভ নারায়ণগঞ্জ: অপ-সাংবাদিকতা প্রতিরোধের শপথ নিয়েছেন ফতুল্লার সাংবাদিকরা। রবিবার (১১ আগস্ট) দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের হলরুমে পেশাদার সাংবাদিকেরা এ শপথ নেন।
এসময় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম বলেন, আমরা ভিন্ন মতের,ভিন্ন পথের হতে পারি। কিন্তু, পেশাদারিত্বের ক্ষেত্রে আমরা সবাই একপথের একমতের। এই মহান পেশার সম্মান অক্ষুন রাখতে এবং অপ সাংবাদিকতা প্রতিরোধে আমাদের সবাইকে আজ শপথ নিতে হবে।
ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, ফতুল্লার সাংবাদিকেরা সব সময় ঐক্যবদ্ধ ছিল, আগামী দিনগুলোতেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুর রহমান বলেন, আমি ভিন্ন সংগঠনের হলেও আমরা সব সময়ই ঐক্যবদ্ধ ছিলাম। পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন,ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, যুগ্ম সম্পাদক আলামিন প্রধান,সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন,ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল,ফতুল্লা প্রেসক্লাবে সাংস্কৃতিক সম্পাদক পম আজিজ।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিকা মনি, ফতুল্লা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, কার্যকরি সদস্য মোঃ সেলিম, মনির হোসন, দুলাল আহমেদ,মুন্না, সেলিম হোসেন, জসিম, সোহেল রানা,আরিফ হোসেন, সজিব,জুয়েল চৌধুরী প্রমুখ।