বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
Led03সোনারগাঁ

অপারেশন ডেভিল হান্ট: সিদ্ধিরগঞ্জে জাপা ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: অপারেশন ডেভিল হান্ট এর অভিযানে জাতীয় পার্টি নেতা ও ছাত্রলীগ নেতাসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ দুইজনকে আটক করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলা রয়েছে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম।

আটককৃতরা হলো বন্দর উপজেলার উইলসন রোডের কবির চৌধুরীর ছেলে ও বন্দর থানা জাতীয় পাটির সহ-সভাপতি আখিনুর চৌধুরী (৪০), সুমিলপাড়া নতুন রাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে ও ছাত্রলীগের সক্রিয় কর্মী রাব্বি (২৩)।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সারা দেশের ন্যায় অপারেশন ডেভিল হান্টের চলমান অভিযানে তাদের আটক করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email