বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
Led05বন্দর

অপারেশন ডেভিল হান্ট: বন্দরে গ্রেপ্তার আ.লীগের ২ নেতাকে আদালতে প্রেরণ

লাইভ নারায়ণগঞ্জ:
চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু (৫৮) এবং বন্দর থানার কদমরসুল দরগা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু (৪৮)।

তাদেরকে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বন্দর থানার কল্যান্দী এবং নবীগঞ্জ কদমরসুল দরগা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

RSS
Follow by Email