শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Led01Led02জেলাজুড়ে

অপারেশন ডেভিল হান্ট: না.গঞ্জে ২৪ ঘন্টায় আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: সন্ত্রাসীদের আটক করতে সারা দেশে চলমান ডেভিল হান্ট অপারেশনে ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে আটক করা হয়েছে ২ জনকে। তাদের ফতুল্লা ও সোনারগাঁও থানা থেকে আটক করা হয়। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।

আটককৃতরা হলেন, সাদিপুর ইউনিয়নের গুলনগর গ্রামের মো. ইদ্রিস ভূঁইয়ার ছেলে মামুন ভুইয়া। তিনি সাদিপুর ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বর্তমানে যুবলীগের রাজনীতিতে জড়িত বলে জানা যায়। অপরদিকে শাসনগাঁও এলাকার তৈয়ব আলীর ছেলে ইদ্রিস আলী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ বলেন, সন্ত্রাসীদের আটক করতে এ অভিযানে ২৪ ঘন্টায় ২ জনকে আটক করেছি। সোনারগাঁও ও ফতুল্লা থেকে তাদের আটক করা হয়। বাকিদের আটক করতে আমাদের চেষ্টা অব্যাহত আছে

RSS
Follow by Email