সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫
বন্দররাজনীতি

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বন্দরে আ.লীগ কর্মী রেজাউল করিম গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলায়, আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম রেজু (৫০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দি এলাকায়, যৌথ বাহিনীর বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বন্দর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজু বন্দর থানার বক্তারকান্দি এলাকার মৃত শাহাবুদ্দিন মিয়ার ছেলে।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রেজাউল করিম রেজুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি জেল হাজতে আছেন।

RSS
Follow by Email