অপহৃত শিশু উদ্ধার: র্যাব ও পুলিশের অভিযানে দম্পতি গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় অপহৃত চার মাস বয়সী শিশু মাসকুরা বিন তিশাকে র্যাব-১১ এর একটি অভিযানে উদ্ধার করা হয়েছে। র্যাব জানিয়েছে, বুধবার (১৪ মে) ফতুল্লার রসুলপুর শাহী মসজিদ ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে শিশুটি উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী সন্দেহে মোসা. মাহামুদা ও আসাদুল নামের এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, শিশুটিকে পলিথিন দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল। র্যাব-১১ সদর কোম্পানী ও পুলিশের যৌথ দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে।
উদ্ধারকৃত শিশুকে এবং গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপহরণের কারণ এবং অন্যান্য সম্ভাব্য জড়িতদের বিষয়ে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছে।